পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: মেদিনীপুর শহরজুড়ে বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আগেই সক্রিয় হয়েছে বিভিন্ন দফতর৷ এবার বুধবার সকাল থেকে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় অভিযান শুরু করলো পরিবহন দফতর৷
বুধবার বেআইনি বিভিন্ন গাড়ি ও পারমিট বিহীন গাড়িগুলির বিরুদ্ধে পরিবহন দফতরের আধিকারিক অমিত দত্তের নেতৃত্বে মেদিনীপুরের কালেক্টরেট মোড় থেকে শুরু হয় অভিযান।
সঠিক কাগজপত্র না থাকায় আটক করা হয় বহু গাড়ি। আটক গাড়ির তালিকায় রয়েছে বালিবাহী ট্রাক্টর, বেসরকারি বাস, স্কুল ভ্যান প্রভৃতি৷ বেআইনি পরিবহনের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন পরিবহন আধিকারিকরা।