তৃণমূলের প্রধান ও অন্যান্য নেতৃত্বদের বিরুদ্ধে লেখা খোলা চিঠি ছড়ানো পাঁচখুরির রাস্তায়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চলের যুব সভাপতির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলেরই পুরানো কর্মীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠি ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পাঁচখুরি ৬/১ অঞ্চলে।

পোস্টারে আমফানের ক্ষতিপূরণ থেকে শুরু করে রেশনের চাল, বিপিএল কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এলাকার পুরনো তৃণমূল কর্মীদের অভিযোগ, এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন পঞ্চায়েত প্রধান সুমিতা ফৌজদার, পঞ্চায়েত সদস্য সুনিতা মহাপাত্র, ৩৫ নম্বর বুথের জব সুপার সঞ্জয় মহাপাত্র, পাঁচখুরি ৬/১ অঞ্চলের যুব সভাপতি মলয় আড়ি সহ ১০ জন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগ সম্বলিত খোলাচিঠি পাঁচখুরি ৬/১ অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়।

যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলকে কলঙ্কিত করার জন্য করেছে।

যদিও স্থানীয় বিজেপির বুথ সভাপতি আনন্দ বেরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এইসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে। এই বিষয়ে বিজেপি কিছুই জানে না।

তবে এলাকার রাস্তাঘাট যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মিলেছে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। সমগ্র বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে বলে পাঁচখুরি অঞ্চলের তৃণমূল সহ-সভাপতি বিনন্দ সাউ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *