Sukanta, BJP, Vande Bharat, বন্দে ভারত স্লিপারে শুধু নিরামিষ খাবার! বিতর্ক তৈরি হতেই রেল মন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধান সুকান্তর

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: দেশের প্রথম বন্দের ভারত স্লিপার ট্রেনে কেবল নিরামিষ খাবারই পাওয়া যাবে বলে দাবি করেছেন অনেকেই। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এই বিতর্ক শুরু হতেই রাজ্য বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানালেন, কয়েকদিনের মধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেনে মিলবে আমিষ খাবারও।

সবে উদ্বোধন হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের। হাওড়া থেকে গুয়াহাটি আপডাউন করছে ট্রেনটি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে কেবলমাত্র নিরামিষ খাবারই পাওয়া যাবে বলে দাবি করেছেন অনেকে। তা জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, কিন্তু বিতর্ক শুরু হতেই তার নিরসন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই বিষয় নিয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। রেলমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন নিরামিষের সঙ্গে আমিষ খাবারও বন্দে ভারত ট্রেনে খুব শীঘ্রই পাওয়া যাবে।

সুকান্ত মজুমদার জানান, বন্দে ভারতের খাবার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। রেলমন্ত্রীর আপ্ত সহায়কের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। তারপর রেলমন্ত্রী তাঁকে ফোন করেন। তিনি রেলমন্ত্রীকে জানান, বন্ধে ভারতে স্লিপারের মেনুতে কেবল নিরামিষ খাবার থাকায় তার অন্যরকম ব্যাখ্যা করছে তৃণমূল কংগ্রেস।

তারপরেই রেলমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ খাবার চালু করার কোনো পরিকল্পনা রেলের ছিল না। যেহেতু ট্রেন সবে সবে চালু হয়েছে তাই এখনই সমস্ত পরিষেবা দেওয়া যায়নি। আপাতত শুধুমাত্র নিরামিষ খাবার দিয়ে মেনু ঠিক করা হয়েছে। তবে দ্রুত তাতে আমিষ খাবার যুক্ত হয়ে যাবে।

সম্প্রতি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ট্রেনের মেনু কার্ড প্রকাশ করেছিলেন রেলমন্ত্রী। তাতে যাত্রীরা টিকিট কাটতে গিয়ে দেখেন সেখানে আমিষ খাবারের কোনো অপশন নেই। তার সাথে খাবার লাগবে না এমন অপশনও নেই। কেবল নিরামিষ খাবারই রয়েছে যাতে সমস্যায় পড়েছেন যাত্রীরা বলে দাবি করেছেন অনেকেই। আর সেই বিষয়টি নিয়ে রাজ্যের বিজেপি সাংসদ দৃষ্টি আকর্ষণ করেন রেলমন্ত্রীর। সঙ্গে সঙ্গে মিলেছে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *