সামাজিক দূরত্বই পারে করোনার হাত থেকে রাজ্যকে বাঁচাতে: ফিরাদ হাকিম

আমাদের ভারত, কলকাতা, ২৬ এপ্রিল: ১০০ শতাংশ সামাজিক দূরত্ব মানলে তবেই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রবিবার এইকথা বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। তিনি বলেন, যেখানে জনতা ১০০ শতাংশ সামাজিক দূরত্ব মানছেন, সেখানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে না। আর যেখানে মানা হচ্ছে না সেখানেই করোনার থাবা নতুন করে বাড়ছে। তবে তিনি আশাবাদী রাজ্যের মানুষ সামাজিক দূরত্ব মানবেন। আর একদিন গোটা রাজ্য থেকে করোনা ভাইরাস বিদায় নেবে।

তিনি এও বলেন, করোনায় অর্থিক ক্ষতির হাত থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে রাজ্য সরকার চেষ্টা করছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মানুষের জন্য ছয় মাসের ফ্রি রেশনের ব্যাবস্থা করেছে। রাজ্যের কোনও মানুষ যাতে অনাহারে না থাকে তার জন্য রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *