আমাদের ভারত, তমলুক, ২ জানুয়ারি: অনলাইন গেম পাবজি তরতাজা দুই যুবকের জীবন কেড়ে নিল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। দিঘা-তমলুক রেল লাইনের উপর বসে বিরামপুর গ্রামের সুব্রত পাত্র ও ফতেপুর গ্রামের অপূর্ব দাস বিরামপুরের কাছে পাবজি গেম খেলছিল। সেই সময়ে দিঘা থেকে হাওড়াগামী কান্ডারী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় তারা।
রেল পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দুই যুবক কানে হেডফোন লাগিয়ে অনলাইনে পাবজি গেম খেলছিল। তাম্রলিপ্ত এক্সপ্রেস হর্ন দেওয়া সত্ত্বেও হেডফোন থাকার কারণে তারা তা শুনতে পায়নি বলে মনে করছে পুলিশ।