পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ এপ্রিল: সেনাকর্মীর পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা, ৫৫ হাজার টাকা খুইয়ে মাথায় হাত রেস্টুরেন্ট ব্যবসায়ীর।বৃহস্পতিবার দুপুরে ঘটনা জানিয়ে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহরের নারায়ণপুর এলাকার ব্যবসায়ী দীপজ্যোতি দাস। ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ দফায় ৫৫ হাজার টাকা নিয়েছেন ভুয়ো পরিচয় দেওয়া এক সেনা কর্মী বলে অভিযোগ। যে অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশ।
জানাগেছে, কয়েকদিন আগে ফেসবুকে দীপক বর্মন নামে এক ব্যক্তি নিজেকে সেনা কর্মীর পরিচয় দিয়ে একটি বিজ্ঞাপন দেন। তিনি চাকরিসূত্রে অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন। তার জন্য পুরনো জিনিসপত্র খুব কম দামে বিক্রি করে দেবেন। এমনটা লিখেই ফেসবুকে একটি বিজ্ঞাপন দেন দীপক বর্মন নামে ওই ভুয়ো সেনা কর্মী বলে অভিযোগ। যে বিজ্ঞাপনটি নজরে আসে বালুরঘাট শহরের বেলতলাপার্ক এলাকার বাসিন্দা তথা রেস্টুরেন্ট ব্যবসায়ী দীপজ্যোতির। এর পরেই বিজ্ঞাপন দেওয়া ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন তিনি। পুরনো জিনিসপত্র কেনার জন্য মোট পাঁচবারে ৫৫ হাজার টাকা দিয়েও দেন ওই ব্যক্তিকে। এরপরই তিনি বুঝতে পারেন ওই ব্যক্তির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। ফোনের ওপারে থাকা ব্যক্তি যিনি নিজেকে সেনা কর্মী বলে পরিচয় দিয়েছিলেন তিনিও সম্পূর্ণ ভুয়ো পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, তার পাঠানো আধার কার্ড অনুযায়ী ওই ভুয়ো সেনাকর্মীর বাড়ি উত্তরদিনাজপুরে। একইসাথে এই ঘটনায় আরো দু’জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। যাদের একজন মহানন্দ পাঠক, যিনি নিজেকে ট্রান্সপোর্টের চিফ বলেও পরিচয় দিয়েছেন বলে অভিযোগ। যা বুঝতে পেরেই এদিন দুপুরে জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
দীপজ্যোতি দাস নামে প্রতারিত ওই ব্যবসায়ী বলেন, সেনা কর্মীর পরিচয় দিয়েই তার সাথে প্রতারণা করা হয়েছে। ঘটনা নিয়ে মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোট পাঁচ দফায় যে ৫৫ হাজার টাকা তিনি পাঠিয়েছেন তা গুরগাঁওয়ের একটি অ্যাকাউন্টে। যা বুঝে উঠতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

