আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ নভেম্বর: টাকা পয়সা সোনা দানা চুরি হয়। কিন্তু কখনও শুনেছেন পেঁয়াজ চুরি হতে? এমনই এক আজব চুরির ঘটনা ঘটল হলদিয়ায়। কারণ পেঁয়াজ এখন মহার্ঘ। তাই চোরের নজর এখন পেঁয়াজের দিকেও।
সোমবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেবপুরের সাহু বাজারে এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার পেঁয়াজ, আদা ও রসুন চুরি হল। অক্ষয় দাস নামে এক ব্যবসায়ী মঙ্গলবার সকালে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা এবং ভেতের থেকে প্রায় তিন বস্তা পেঁয়াজ, এক কুইন্টাল আদা ও রসুন সহ অনুমানিক পঞ্চাশ হাজার টাকার মত জিনিষ চুরি হয়ে গেছে। আরো বেশ কিছু সবজি থাকলেও মূলত পেঁয়াজ, আদা, রসুনই নিয়ে গিয়েছে চোর।
বর্তমানে পেঁয়াজের যা দাম তাতে এখন রাত জেগে পেঁয়াজ পাহারা দিতে হবে ব্যবসায়ীদের। না হলে যে যক্ষের ধন কখন চুরি হয়ে যাবে কে বলতে পারে।