আমাদের ভারত, ভাঙড়, ৭ ডিসেম্বর: এবার পেঁয়াজ চুরির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পেঁয়াজ এখন যথেষ্ট দামী। তাই এতদিন চোরেরা পেঁয়াজকে দামী জিনিস হিসেবে ধরে চুরি না করলেও এবার সেই সুযোগ হাত ছাড়া করেনি। তাই রাতের অন্ধকারে দোকানের জানালা ভেঙ্গে অন্যান্য জিনিষের সাথে পেঁয়াজও চুরি করল সিঁধেল চোরের দল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের খন্নের পোল এলাকায়। এ বিষয়ে কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক দিলীপ গাঙ্গুলি। অভিযোগ পেয়ে ওসি কাশিপুর বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
দীর্ঘ ৩৫ বছর ধরে এই ভাঙড়ের খন্নের পোল এলাকায় মুদি দোকান চালাচ্ছেন দিলীপ গাঙ্গুলি। এতদিন তার দোকানে কোনও চুরি হয়নি। কিন্তু শুক্রবার রাতে তার দোকানের জানালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে পড়ে। অন্যান্য মুদি সামগ্রী চুরির পাশাপাশি মহামূল্যবান পেঁয়াজও চুরি করে চোরেরা। শনিবার সকালে বিষয়টি দেখতে পেয়ে এ বিষয়ে কাশিপুর থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার করতে পারেনি। তবে মুদি সামগ্রী চুরির পাশাপাশি পেঁয়াজ চুরি হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পেঁয়াজের অগ্নিমূল্য দামের কারণেই চোরেরা এবার পেঁয়াজ চুরির দিকে নজর দিচ্ছেন বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কাশিপুর থানার পুলিশ সকলেই।