আমাদের ভারত, হুগলী, ১০ ডিসেম্বর: শেওড়াফুলি মার্কেটে পেঁয়াজের দাম নামল ৮০ টাকায়। কয়েক দিন পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ছিল মানুষ। এবার এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার হুগলীর শেওড়াফুলি আড়তে নাসিক থেকে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় এক ধাক্কায় অনেকটাই কমলো দাম।১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছিল পাইকারি বাজারে। নাসিক থেকে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় সেই দাম আজ মঙ্গলবার ৮০ টাকায় নেবে গেছে। পেঁয়াজের আমদানি ভালো হওয়ায় আগামী দিনে আরো দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের।