আমাদের ভারত,২১ অক্টোবর: আবার তরতর করে বাড়ছে পেঁয়াজের দাম। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে পেঁয়াজ কাটার বদলে পেঁয়াজ কিনতেই চোখের জল আসবে আমি আদমির। উৎপাদন ও চাহিদার মধ্যে বিরাট ফারাক থাকার কারণেই এই পরিস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ভারতে মূলত নাসিক, আহমেদনগর, পুনে, ধুলে শোলাপূরে পেঁয়াজ উৎপন্ন হয়। মহারাষ্ট্রের এই জায়গা গুলো বাদ দিলে পড়ে থাকে কর্ণাটক, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধপ্রদেশ। তারমধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে বেশিরভাগ জমি চলতি বছরে ভারী বর্ষণে বিধ্বস্ত। ফলে সেখানে উৎপাদনের তেমন কোনো আশা আর নেই।
আবার ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি হওয়ায় যেটুকু ফলন হয়েছিল সেটুকুও সারাদেশে ছড়িয়ে পড়ার সুযোগ হয়নি। সব মিলিয়ে পেঁয়াজের দাম যদি ১২০ টাকায় পৌঁছে যায় তাহলে অবাক হবার মত কিছু নেই বলে মনে করছেন কৃষিবিদ ও বাণিজ্যবিদরা।
আর এই পরিস্থিতিতে দেশের আমআদমি সুবিধে যে হবে না তা বলাই বাহুল্য। কিন্তু পেঁয়াজের দাম বাড়লে রাজনৈতিক জগতেও তার প্রভাব পড়তে পারে। বুধবার বাজারের দর অনুযায়ী খোলা বাজারে পেঁয়াজের দাম কম বেশি ৫১ থেকে ৫২ টাকা কিলো ছিল। যা গত বছরের তুলনায় ১২.১৩ শতাংশ বেশি। অন্যদিকে হায়দ্রাবাদের চেন্নাইতে পেঁয়াজ ১৩০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে। এদিকে সামনেই বিহারের নির্বাচন। আর তার আগে যদি এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে তার প্রভাব ভোটবাক্সে পড়ার সম্ভাবনা থাকবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।