পেঁয়াজের মালা গলায় কংগ্রেসের প্রতিবাদ

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: রাজ্যে পেঁয়াজের দাম প্রায় ১০০ ছোঁয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। পেঁয়াজ সহ অন্যান্য শাক সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে স্লোগান তোলা হয়। জেলা কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠন করেও পেঁয়াজ সহ অন্যান্য শাক-সবজির দাম কমাতে ব্যর্থ হয়েছেন। 

জেলা কংগ্রেসের অভিযোগ, কিছু ব্যবসায়ী জেনে-বুঝেই পেঁয়াজ মজুদ করে রেখেছেন। জেলা কংগ্রেসের নেতাকর্মীরা এ দিন পেঁয়াজের মালা পরে মেদিনীপুর শহরে মিছিল করেন। শাক সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল থেকে, ‘কেন্দ্রের মোদী সরকার’ ও ‘রাজ্যের দিদি সরকার’ কে তুলোধোনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *