কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর:
খড়ারে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম ১ যুবক। ঘাটাল থানার খড়ার পৌরসভায় খড়ার গার্লস স্কুলের সামনে দুষ্কৃতী হামলায় ছুরির আঘাতে হলেন ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ এলাকায় সূর্য এন্টারপ্রাইজ নামে কাপড়ের দোকানে কাজ করতেন শ্যামসুন্দরপুরের এক যুবক। তাঁকে দোকান থেকে ডেকে এনে তার উপরে চড়াও হয় একজন এবং তারপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পাশের মিষ্টি দোকানের এক ব্যক্তি ছাড়াতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে তাড়া করে। তৎক্ষণাৎ তিনি দোকানে ঢুকে যান তারপর ওই দুষ্কৃতী চম্পট দেয়। এর পরে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। ওই ব্যক্তিকে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে এলাকা জুড়ে।