আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ মার্চ: রেলের বিদ্যুতিক লাইনের রক্ষনাবেক্ষণের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক রেল কর্মীর। গুরুতর আহত হলেন আরও তিন জন রেলকর্মী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের বালাপাড়া এলাকায়।
জানা যায়, আজ জলপাইগুড়ি রোড স্টেশনের কাছেই। বালাপাড়া এলাকায় রেলের বৈদ্যুতিক লাইনে রক্ষনাবেক্ষণের কাজ চলছিল। মৃত রেলকর্মীর নাম নিশাকর চন্দ্র কুমার (টেকনিশিয়ান)।
অন্যদিকে আহত হয়েছেন এই কাজের সুপারভাইজার সত্যজিত সাহা, আহত আরও দুই রেল কর্মী অনিল কুমার সিং ও অবিনাশ কুমার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নিশাকর চন্দ্র কুমার। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সত্যজিত সাহা, অনিল কুমার সিং ও অবিনাশ কুমার
নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিন ঘটনার পরেই ছুটে আসেন ময়নাগুড়ি জিআরপি ও জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ কর্মীরা।
জানা যায়, জলপাইগুড়ি রোড থেকে তিস্তা সেতুর মাঝে জলপাইগুড়ি রোড এসএসপির সামনে রেলের বৈদ্যুতিক লাইনের রক্ষনাবেক্ষণের কাজ চলছিল সকাল থেকেই।দুপুর হঠাৎই বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলেই এক রেলকর্মীর ঝলসে যান। আহত হন আরও ৩ জন। রেলের অসাবধানতার জন্যই এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের। রেলের তরফে কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে৷ মৃত ও আহতরা সবাই বিহারের বাসিন্দা বলে জানাগেছে।