আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ মে: বেআইনিভাবে মজুত করে রাখা প্রায় পঞ্চাশ হাজার টাকার বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম পঙ্কজ দত্ত চৌধুরী, বাড়ি মোহিত নগরের গৌরীহাট এলাকায়।
পুলিশ জানায়, বাড়ি থেকে ধৃত ব্যক্তি বেআইনিভাবে মদ বিক্রি করার কারবার চালিয়ে যেত। রবিবার অভিযান চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের জেরায় উঠে এসেছে ধৃত ব্যক্তি কয়েক বছর থেকে বেআইনি মদের কারবার চালিয়ে যাচ্ছিল। অভিযোগ পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। এরপরেই এ দিন অভিযান চালায় পুলিশের দল। ছোট বড় একাধিক বিদেশি মদের বোতল সহ অভিযুক্ত পঙ্কজকে গ্রেফতার করে পুলিশ৷ আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন, ধৃতকে সোমবার আদালতে তোলা হবে।