আমাদের ভারত, মালদা, ২৯ এপ্রিল: লকডাউনের জেরে কর্মহীন দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালে জেলা আফগারি দপ্তর। বুধবার সকালে বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর, মানিকচক এলাকায় ব্যবসায়ী নারায়ণ প্রামানিকের উদ্যোগে ও জেলা আফগারি উদ্যোগে প্রায় সাতশো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আফগারি দপ্তরের আধিকারিক জানান, এই অবস্থায় প্রত্যেক প্রতিষ্ঠিত মানুষকে এগিয়ে আসা উচিত। মাঠে নেমে আমাদের এই মানুষদের নিয়ে কাজ করতে হয়। তাই আমরা তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি মাত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার আই সি সঞ্জয় দাস, আবগারি আধিকারিক জ্যোতি কিশোর সরকার সহ অন্যানরা।
ব্যবসায়ী নারায়ণ প্রামানিক জানান, এদিন নিজস্ব উদ্যোগে সাতশো মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও এই খাদ্য সামগ্রী দেওয়া হবে। মানুষ হয়ে এই পরিস্থিতিতে মানুষের পাশে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত।