কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জানুয়ারি :
পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিক্ষক। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে ঘাটাল–মেদিনীপুর রাজ্য সড়কের শিমুলিয়ায়। মৃত ব্যক্তির নাম অমিয় চক্রবর্তী। বয়স ৫২ বছর।
জানাগেছে, অমিয় চক্রবর্তীর বাড়ি ঘাটালের জলসরায়। আজ সকালে বাড়ি থেকে বরদার দিকে হেঁটে আসছিলেন।সেই সময় পাঁশকুড়া–বর্ধমান গামীএকটি বাস একটি লরিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারে থাকা অমিয়বাবু’কে পিষে দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা মারে। বাসের পেছনে থাকা একজন বাইক আরোহীও জখম হয়েছেন। ঘটনাস্থলে ঘাটাল থানা পুলিশ পৌঁছেছে।
অমিয়বাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।