আমাদের ভারত, মালদা, ১৬ মার্চ: মাদক খাইয়ে সর্বস্ব লুট এক রেল যাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা টাউন রেল স্টেশনে বুধবার সকালে। অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
রেল পুলিশ সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো আজ সকালেও মালদা টাউন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ফারাক্কা এক্সপ্রেস। সেই সময় সাধারণ কামড়ায় ওই যাত্রীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান অন্যান্য রেল যাত্রীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশকে। রেল পুলিশ ওই রেল যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই রেল যাত্রী। তবে এখনো পর্যন্ত রেল পুলিশ তার নাম ও পরিচয় জানতে পারেনি। কোথা থেকে তিনি ফারাক্কা এক্সপ্রেসে উঠেছিলেন তার গন্তব্য স্থল কোথায় তা জানার চেষ্টা করছে রেল পুলিশ।