সাথী দাস, পুরুলিয়া, ২৮ এপ্রিল: রেললাইন পারাপার করতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আজ দুপুরে ঘটনাটি ঘটে আদ্রা- আসানসোল লাইনে, জয়চন্ডী পাহাড় স্টেশনে। স্থানীয় ভাবে জানা গিয়েছে, রেললাইন পারাপার করতে গিয়ে একটি পাথর বোঝাই মাল গাড়ি ধাক্কা দেয় ওই ব্যক্তিকে। ধাক্কায় ছিটকে সেখানেই পড়ে যান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে
জিআরপি।

অসচেতন হয়ে ওই ব্যক্তি লাইন পার করছিলেন না কি আত্মঘাতী হন তিনি তা খতিয়ে দেখছে জিআরপি। এছাড়া মৃতের পরিচয়ও জানার চেষ্টা করছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

