অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ মে: আবারও ঝাড়গ্রাম জেলায় হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের গোখুরপাল এলাকায়। মৃত ব্যক্তির নাম এখনো জানা যায়নি। বুধবার দুপুরে ওই ব্যক্তি নয়াগ্ৰামের গোখুরপাল জঙ্গলে গাছের পাতা তুলতে গিয়েছিলেন৷ সেই সময় একটি হাতি তার সামনে চলে আসে৷ এরপরেই হাতিটি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে নয়াগ্রাম ব্লকজুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে কখনো লোকালয়ে প্রবেশ করছে তা কখনো আবার চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে। ফলে নাজেহাল হতে হচ্ছে চাষিদের।