জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৪ নভেম্বর:
জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় ফের এক ব্যক্তির মৃত্যু হলl মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি থানা এলাকার হদরা গ্রামেl সত্তর বছর বয়সী নির্মল মাহাতো নামে ওই গ্রামের এক বাসিন্দা এদিন সকালে গ্রাম সংলগ্ন জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গিয়েছিলেনl জঙ্গলে ঢোকার মুখে বুনো দাঁতালটির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে শুঁড়ে ধরে মাটিতে আছাড় মেরে চলে যায়l
স্থানীয় বাসিন্দারা আহত নির্মল মাহাতোকে রক্তাক্ত অবস্থায় বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেনl পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে পাঠিয়েছেl