জে মাহাতো, মেদিনীপুর, ৮ আগস্ট: লকডাউনে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১ জনের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি নার্সিং হোমে প্রাথমিক চিকিৎসা করার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বেলদা থানার খাকুড়দা অঞ্চলের যকুয়া মাঠ সংলগ্ন এলাকার মেদিনীপুর- দীঘা ৫ নং রাজ্য সড়কে।

জানা গেছে, এদিন সকালে মেদিনীপুরে এক ব্যক্তিকে ছেড়ে পূর্ব মেদিনীপুরের চাউলখোলায় ফিরছিল ওই প্রাইভেট কারটিl লক ডাউনে রাস্তা ফাঁকা থাকায় গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেl পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ তেজামুল (৩৫)। গাড়িতে পুলিশ স্টিকার লাগানো থাকলেও গাড়িতে কোনও পুলিশ কর্মী ছিল না।

