আমাদের ভারত, মালদা, ৩১ অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার মিরপুর এলাকায়। ধৃত মোহাম্মদ আনারুল শেখ, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এর বালিয়ারপুর গ্রামে।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই এলাকা দিয়ে এই বেআইনি ইয়াবা ট্যাবলেট পাচার করার পথে গ্রেপ্তার হওয়ায় হওয়ার ঘটনায় পুলিশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাত্রিবেলা মেহেরপুর এলাকায় রাজ্য সড়কের ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে। থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় আটক করে ওই ব্যক্তিকে। এরপর তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। তবে এই ট্যাবলেটগুলি কোথা থেকে কার কাছ থেকে সংগ্রহ করেছিল তার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।