গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩১ অক্টোবর: শুক্রবার রাতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রমেশ রানা(৫৫)। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার বড় ডঙ্গল এলাকায়।
এলাকার সূত্রে জানা যায়, রমেশ রানা দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। শুক্রবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।সারাদিন পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছিলেন। রাতে বাড়ি থেকে একটু দূরেই একটি পুকুরের জলে তাকে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজনরা। পরে তারা পরিবারের লোকদের খবর দেয়। পরিবারের লোকজন এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।