আমাদের ভারত, তারকেশ্বর, ২৮ জানুয়ারি: এয়ার কমপ্রেশার ফেটে মৃত্যু হলো এক ব্যক্তির। আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার মোড় এলাকায়।

জানাগেছে, মৃত ব্যক্তি তার নিজের দোকানেই কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাডাঙ্গা এলাকায়। রোজকার মতো এদিনও তিনি তার গাড়ি নিয়ে কর্মস্থলে আসেন। আনুমানিক এগারোটার সময় হঠাৎই এয়ার কমপ্রেশার ট্যাঙ্কটি ব্লাস্ট করে। প্রচন্ড শব্দ শুনে আশপাশের মানুষজন ছুটে এসে দেখেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ট্যাঙ্কটি পুরোপুরি ফেটে গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তারকেশ্বর থানার পুলিশ। আহত ঐ ব্যক্তিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

