পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: চেন্নাইয়ে কাজ করতে গিয়ে প্রাণ গেল এক জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।
জানা যায়, দরিদ্র পরিবার হওয়ার কারণে কাজের আশায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চন্দ্রকোনার মাংরুল গ্রামের উত্তর পাড়ার ১৩ জন পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে ধান রোয়ার কাজ করতে গিয়েছিল। কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি, সেখানে কাজ করতে গিয়ে তারা কাজ না পেয়ে ফিরে আসার চেষ্টা করেন। আর তখনই অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে কয়েকজন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ১৩ জন শ্রমিক আসার পরে তার অসুস্থ হয়ে পড়ে। এরপর তারা চন্দ্রকোনার মাংরুল গ্রামে ফিরে আসার চেষ্টা করলে সেখানে একে একে হঠাৎ পাঁচজন অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ৩২ বছর বয়সী সমর খানের। সত্য পন্ডিত এখনো চিকিৎসাধীন রয়েছে চেন্নাই হাসপাতালে।
যদিও চেন্নাইয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি, সেখানে তাদের খাবার খাওয়ার কোনো পয়সা ছিল না। শরীর অসুস্থ, তার উপরে অনাহারে কাটাতে হয়েছে তাদের। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে সাহায্য মিলেছে বলে জানিয়েছেন তারা। বুধবার বিকেলে সমরের মৃতদেহ কফিনবন্দি হয়ে আসে চন্দ্রকোনায় তার নিজের গ্রামে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। আগামী দিন কিভাবে চলবে ছোট্ট ছেলে নিয়ে জানে না সমরেশের স্ত্রী প্রিয়াঙ্কা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।