আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ নভেম্বর: প্যান্ডেলের কাজ করার সময় বাঁশের উপর থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানা এলাকার ভগবানপুর গ্রামের বাসিন্দা ভীমশঙ্কর মাইতি (৫৭)। পাশের গ্রাম বেঁউদিয়া তে এক ব্যক্তির বাড়িতে অন্নপ্রাশন এর অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল তৈরীর কাজ করছিলেন। বেলা দু’টো নাগাদ হঠাৎই বাঁশের উপর থেকে পড়ে যান তিনি। সাথে সাথেই আহত ভীমশঙ্কর মাইতিকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভগবানপুর, বৈঁউদিয়া সহ সংলগ্ন পুরো এলাকায়।