আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৬ আগস্ট: সামশেরগঞ্জ থানার মৌসাস্থলি গ্রামে বোম ফেটে এক ব্যক্তির মৃত্যু হল। মৃতের নাম হুমায়ুন কবির(৪০)। বাড়ির ছাদেই বোমা ফেটে মৃত্যু হয়।
পরিবার সূত্রের খবর হুমায়ুন কবির শনিবার বিকেল তিনটে নাগাদ নমাজ পড়ার পর ছাদে যায়। বাড়ির লোকজন ভাবে সে ঘুমোতে গেল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা বিকট আওয়াজ হয় আর সেই আওয়াজে হুমায়ুনের মা তার নিজের নাতিকে ছাদে পাঠান। ছাদে গিয়ে দেখে হুমায়ুন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের লোকজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায় এবং বোমা বাঁধতে গিয়ে মৃত্যু না কেউ বোমা মেরেছে তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। তবে, প্রাথমিক অনুমান ছাদে বোমা মজুদ করে রাখা ছিল।