অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১২ ডিসেম্বর: সাতসকালে গোপীবল্লভপুরের ছাতিনাশোল ও পন্ডাছেঁচা রাস্তার মাঝখানে পিণ্ড্রাশোলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নন্দলাল রাউৎ, বয়স ৪৫ বছর। বাড়ি গোপীবল্লভপুরের সুমিত্রাপুর গ্রামে।
জানা গেছে, সোমবার সকালে নন্দলাল রাউৎ ছাতিনাশোল- পন্ডাছেঁচা রাস্তা ধরে বাইকে ভেণ্ডোডাহি হাটে রসুন বিক্রি করতে যাওয়ার সময় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কেন্দুগাড়ি ৭ নম্বর অঞ্চলের পিণ্ড্রাশোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। পরে স্থানীয়রা রাস্তায় তাকে পড়ে থাকতে দেখে গোপীবল্লভপুর থানার খবর দেন। গোপীবল্লভপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে গোপীবল্লভপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।