পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: গড়বেতায় পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো রামজীবনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ। এলাকায় ওই ব্যক্তি বুড়ো বলে পরিচিত।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্র কোনা এক নম্বর ব্লকের রামজিবনপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি। গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গড়বেতা থেকে চন্দ্রকোনার দিকে যাবার সময় বনকাটি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আলু লোড করা হচ্ছিল। সেই সময় ওই ব্যক্তি ওই গাড়িতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত গতির বাইক নিয়ে গড়বেতার বনকাটি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যক্তি বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাস্থলে ছুটে আছে এলাকার স্থানীয় মানুষজন।
প্রথমে স্থানীয়রা ঐ ব্যক্তির পরিচয় জানতে পারেননি। পরে অবশ্য ওই ব্যক্তির পরিচয় জানা যায়। ঘটনার খবর পৌঁছায় ওই ব্যক্তির পরিবারের কাছে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।