সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ ফেব্রুয়ারি: ঘন ঘন ধূমপান
ও সেই সঙ্গে মদ্যপান। বৃহস্পতিবার এই সিগারেটই
বয়ে নিয়ে এল এক ব্যক্তির মৃত্যু। সিগারেট খেতে খেতেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি।আর তা থেকেই বন্ধ ঘরে আগুন।কার্বন মনোক্সাইডের বিষ গ্যাসে মৃত্যু হল তাঁর। তাছাড়া আগুনে তাঁর শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছিল।পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হরিপুর মোড় সংলগ্নএলাকার। মৃতের নাম সুমন সিংহ (৩৬)।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাত দেড়টা নাগাদ সুমনের ঘর থেকে ধোঁয়া দেখে বাসিন্দারা ছুটে আসে।এলাকার বাসিন্দারা বুঝতে পারেন, অগ্নিকাণ্ড হয়েছে
ঘরের ভিতরে।তাঁরা বাড়িতে এসে দরজায় ধাক্কা দিয়ে সুমনকে ডাকতে শুরু করে।কিন্তু তার কোনও সাড়াশব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়।স্থানীয় বাসিন্দারাই দরজার ভেঙ্গে ফেলেন।ভিতরে ঢুকে দেখেন, আসবাবপত্র সব গ্রাস করেছে
আগুন। ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন সুমন।তাঁর দুই আঙুলের ফাঁকে রয়েছে পোড়া সিগারেট।
বাসিন্দারা বুঝতে পারেন যে, ধূমপান করতে করতেই
তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর সিগারেট থেকে
আগুনের ফুলকি গিয়ে পড়ে বিছানায়।বিছানা জ্বলতে শুরু করে। সেখান থেকে আগুন ধরে
যায় অন্যান্য আসবাবপত্রে। সুমনকে অচেতন অবস্থায়
বাইরে বের করে অশোকনগর হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জনান তাঁর মৃত্যু হয়েছে।পুলিশের ধারণা, বিছানা ও আসবাব সব পুড়ে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়।সেই গ্যাস শরীরে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে।