অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ জুন: বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর জখম আরো তিনজন পুলিশ কর্মী। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে হটাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ায় ৩ জন পুলিশ কর্মী রগড়া নেতাজি ক্লাবে আশ্রয় নেয়। সেই সময় তিন পুলিশকর্মী ছাড়াও মন্টু চৌধুরী নামে ক্লাবের এক সদস্য ক্লাবের মধ্যে ছিলেন। হঠাৎই বাড়িটিতে বাজ পড়ে। তারপরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারজনকে স্থানীয় ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মন্টু চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম তিন পুলিশ কর্মীর ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।