আমাদের ভারত, হুগলী, ৮ জুন: বিহারের বুদ্ধগয়ায় বিস্ফোরণের অন্যতম চক্রীকে এবার গ্রেফতার করা হল ডানকুনি থেকে। এসটিএফ সূত্রে খবর, ধৃতের নাম শেখ রেজাউল। জেএমবি সংগঠনে তার নাম কিরণ। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আজই ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
এসটিএফ সূত্রে খবর, ২০১৮ সালে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সফরের সময় বিহারের বুদ্ধগয়ায় যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়, সেই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল জঙ্গি রেজাউল। সেই ঘটনার তদন্তভার নেওয়ার পর থেকেই এসটিএফের নজরে ছিল রেজাউল। এসটিএফের ওয়ান্টেড লিস্টেও নাম ছিল তার। নতুন করে তার রাজ্য ছেড়ে পালানোর খবর আসার পর বিশেষ অভিযান চালিয়ে ডানকুনি থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।