অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম ২৪ আগস্ট:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেলের আরোহীর। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার গজাশিমূলের এন এইচ ৬ এর রাস্তায়। মৃত ব্যক্তির নাম সৈকত গিরি। বাড়ি ঝাড়গ্রাম জেলার ফেঁকো গ্রামে। সৈকত গিরি ভারতীয় সেনায় কাজ করতেন কিছুদিন আগেই ছুটিতে বাড়িতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির কাজে খড়্গপুর গিয়েছিলেন। খড়গপুর থেকে বাড়ি ফেরার সময় প্রবল বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃতদেহ বাড়িতে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

