জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ অক্টোবর: শুক্রবার লক্ষ্মী পুজোর সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পথদুর্ঘটনায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রাণকৃষ্ণ মাহাতো (৫৭)। শালবনি বাজারে একটি লজের সামনে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
জানাগেছে, শাকসবজি কেনার জন্য প্রাণকৃষ্ণ বাবু সাইকেল নিয়ে বাজারে ঢোকার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে শালবনি গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শালবনি থানার পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক ও খালাসি পলাতক।