আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ আগস্ট: ১ লক্ষ ৩২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার এক৷ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সামসেরগঞ্জে। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভামশী জানিয়েছে, সোমবার রাতে জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ফেরিঘাট থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১লক্ষ ৩২ হাজার জাল নোট সহ কবিরুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার বখরাবাদ এলাকায়। সোমবার ধূলিয়ান ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃতকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে৷


