সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ জানুয়ারি: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। শনিবার গভীর রাতে উওর ২৪ পরগনার হাবড়া থানার বাগাডাঙ্গা মোড় থেকে কেনারাম বৈদ্য নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বাইপগান ও দুই রাউন্ড গুলি। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে কেনারাম বৈদ্য নামে এক দুষ্কৃতী বাগাডাঙ্গা মোড় চত্বরের কাছে একটি অন্ধকার জায়গায় কয়েকজন জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। ওই খবরের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ সেখানে যায়। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে কেনারাম বৈদ্য নামে এক দুষ্কৃতীকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজর সঙ্গে যুক্ত ছিল। এর অগেও বিভিন্ন থানায় তাঁর নামে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ আছে। অভিযুক্তকে রবিবার বারাসাত মহকুমা আদালতে পাঠানো হয়েছে।