আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ মার্চ: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ১১৬ নং জাতীয় সড়কের উদয়চকে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত দুই। রাধামণির দিক থেকে মেছেদার দিকে দ্রুত গতিতে আসা তিন বাইক আরহী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায়।
ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। বাকি দুজনকে জাতীয় সড়ক কর্তপক্ষ অ্যাম্বুলেন্সে করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক জানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।