সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ মে: কয়লা বোঝাই লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাসের চালকের। আজ সকালের দিকে ঘটনাটি ঘটে সাঁওতালডি থানার অন্তর্গত ভালপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় রঘুনাথপুর যাওয়ার রাস্তায়।
জানাগেছে, ভোর পাঁচটা নাগাদ ওই রিজার্ভ বাসটি রঘুনাথপুরে বিয়ে বাড়ির যাত্রীদের নামিয়ে সাঁওতালডির দিকে যাচ্ছিল। সেই সময় কয়লা বোঝাই ওই লরিটি উল্টো দিক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। ধাক্কায় বাসের ডান দিক দুমড়ে মুচড়ে যায়। ধাক্কায় সেখানেই বাস চালকের মৃত্যু হয়। বাসের খালাসি এবং ট্রাকের ড্রাইভার ও খালাসি আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁওতালডি থানার পুলিশ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে ট্রাকের খালাসিকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

