জে মাহাতো, মেদিনীপুর, ৮ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর লরির ধাক্কায় মৃত্যু হয়েছে লক্ষ্মণ সরেন নামে (৩১) এক ব্যক্তির। তিনি স্থানীয় বাঁশগেড়িয়া গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, রবিবার সকালে বেলদার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে হাঁটতে থাকা লক্ষ্মণ সরেনকে এবং এক সাইকেল আরোহীকে ধাক্কা মারেl স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মণকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত সাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।