কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ নভেম্বর :
ভাইফোঁটার দিন সকালে দুর্ঘটনা। সকাল দশটা নাগাদ ঘাটাল থেকে মেদিনীপুর গামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। একজন মারা যান এবং প্রায় ৩০ জন জখম হয়েছেন। মৃত ব্যাক্তির নাম মবাইদুল মল্লিক। বাড়ি কেশপুর থানার মুকুন্দপুর গ্রামে। বয়স ২৯ বছর।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে ছিল এবং দাসপুরের সামাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পাশাপাশি গ্রামের মানুষজন ছুটে আসেন এবং বাসের ভেতর থেকে যাত্রীদের বের করেন।
পুলিশের প্রাথমিক অনুমান বাসের এক্সেল কেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের মধ্যে অনেক যাত্রী যাচ্ছিলেন, যারা বোন বা দিদির বাড়ি আসছিলেন। দুর্ঘটনায় সেইসব দাদা বা ভাই এর বাড়ি আনন্দ ম্লান হয়ে গেল।