আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির মোহিত নগরের এক সিমেন্ট কারখানার সামনে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ জলপাইগুড়ি- শিলিগুড়ি রাস্তা অবরোধে সামিল হন। কোতোয়ালি থানায় পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সিমেন্ট কারখানা থেকে একটি ট্রাক দ্রুত গতিতে বের হচ্ছিল। সেই ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা মনা দাস। তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যায় চালক। উত্তেজিত জনতা ট্রাকে ভাঙ্গচুর করে বলে অভিযোগ। সিমেন্ট কারখানার সামনে চারজন নিরাপত্তা কর্মী মোতায়ন করার দাবি তুলে রাস্তা অবরোধের সামিল হন স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস বলেন, “আমার মামার দুর্ঘটনা হয়। অল্পের জন্য বেঁচে যায়। সিমেন্ট কারখানার সামনে নিরাপত্তা কর্মী রাখতে হবে এই কারণে রাস্তা অবরোধ করা হয়েছে।”
এদিকে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সঞ্জীত কর্মকার বলেন, “ট্রাকের ধাক্কায় একজন গুরুতর জখম হয়। আমাদের দাবি সিমেন্ট কারখানার সামনে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা কর্মী দেওয়া হোক।”
এদিকে সিমেন্ট কারখানার তরফে শান্তুনু ঘোষ রায় বলেন, “ট্র্যাফিক ওসি এসেছিলেন, কারখানার সামনে কর্মী ও ব্যারিকেড রাখতে বলা হয়েছে। সেটা দেখা হচ্ছে।”

