আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি:
জমি বিবাদ নিয়ে আদিবাসী পরিবারের তীরের লড়াই, তীর বিদ্ধ হলেন এক সরিক। পায়ে তীর গাঁথা অবস্থায় রাজেন মার্ডি নামের ওই ব্যক্তি রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন নিজেই। তীর অনেকটাই ক্ষত করে গেঁথে থাকায় রাজেন মার্ডিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বাসুদেবপুরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় করণদিঘি থানার পুলিস।
অভিযুক্ত তিরকু মার্ডিকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
শনিবার করণদিঘি থানার বাসুদেবপুর এলাকায় বাবার চাষের জমির বন্টন নিয়ে বাবার পোষ্য পুত্র তিরকুর সাথে বিবাদ লাগে রাজেন মার্ডি নামে এক ব্যক্তির। তিরকুর দাবি ছিল, রাজেনের বাবার জমির ভাগ পোষ্যপুত্র হিসাবে তিরকুও দাবিদার। এই দাবি মানতে না চাওয়াতেই তিরকু রাজেনকে তীর মারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসুদেবপুরে।