জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ আগস্ট:
ঝাড়গ্রাম জেলাতে মঙ্গলবার রাতে প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে নতুন করে ১৫ জনের সংক্রমণের বিষয় উল্লেখ করায় জেলায় আক্রান্তের সংখ্যা একশ ছুঁতে চলেছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত করোনা বুলেটিনে ঝাড়গ্রাম জেলায় নতুন করে ১৫ জনের সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯। এরমধ্যে ৬১ জনের চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন আটত্রিশ জন। আক্রান্তদের মধ্যে যেমন ঝাড়গ্রাম শহরের বাসিন্দা রয়েছেন তেমনি বিনপুর ও কুই এলাকা থেকেও করোনা আক্রান্তের খবর পাওয়াগেছে। আক্রান্তরা সবাই ঝাড়গ্রামের করোনা হাসপাতালে চিকিৎসাধীন। করোনা নিয়ন্ত্রণে ঝাড়গ্রাম শহরের পণ্যবিথি, পেট্রোল পাম্প, নতুনডিহি সহ বেশ কয়েকটি এলাকা গণ্ডিবদ্ধ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।