Vidyasagar University, Nature Club, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাব- এর উদ্যোগে এক ঘন্টার বিদ্যুৎ বিরতি ও বিদ্যুৎ শক্তি সংরক্ষণ সচেতনতায় পদ যাত্রা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাব- এর উদ্যোগে আয়োজিত এক ঘন্টার বিদ্যুৎ বিরতি ও বিদ্যুৎ শক্তি সংরক্ষণ সচেতনতার পদ যাত্রায় সামিল হন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দী, কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা সহ অন্যান্য অধ্যাপক, গবেষক ও ছাত্র ছাত্রীরা।

উপাচার্য মহাশয় তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব-উষ্ণায়ণ ও জলবায়ু পরিবর্তনের আবহে বিদ্যুৎ শক্তির সুষ্ঠু ব্যবহারের জন্য আমাদের জীবনযাত্রা ও অভ্যাসের পরিবর্তন ভীষণ জরুরি। স্থানীয় ও ব্যক্তিগত স্তরের ছোটো ছোটো পদক্ষেপ ভবিষ্যতে বৃহত্তর ও সার্থক প্রভাব আনতে পারে। ভবিষ্যতের নাগরিক ও নীতি নির্ধারণের ভূমিকা যারা পালন করবে সেই ছাত্র- ছাত্রীদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এই সামগ্রিক পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *