আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মে: কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক ছাত্রীর। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হলো ওই স্কুলের আরো দুই ছাত্রী। এদিন স্কুল ছুটির পর দ্বাদশ শ্রেণির ছাত্রী মধ্যমগ্রামের বাসিন্দা রূপকথা দত্ত এবং তার দুই সহ পাঠি ত্রিদিব রায় ও আদৃতা পালিত।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী স্কুল ছুটির পর রুইয়া এলাকার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই তিন বন্ধু একসাথে রাস্তা পার হচ্ছিল। সেই সময় সোদপুর থেকে ব্যারাকপুরের দিকে দ্রুত গতিতে ছুটে আসা এক টাটা ৪০৭ গাড়ি তাদের সাজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ওই তিন বন্ধু মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা রূপকথা দত্ত’কে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই সহপাঠী।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। সেই সঙ্গে হাসপাতালে উপস্থিত হন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও পঞ্চায়েত সদস্যরা।