আমাদের ভারত, মেদিনীপুর,২৯ আগস্ট:
রবিবার দুপুরে চন্দ্রকোনা রোড থানার ডুকি এলাকায় জাতীয় সড়কের উপর মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষে মারুতি চালকের মৃত্যু হয়েছেl আহত হয়েছে লরি চালকl মৃত মারুতি চালকের নাম দিলীপ বারুণী, তার বয়স ৩০ বছর বলে জানা গেছে l
লরি ও মারুতির সংঘর্ষের ঘটনার পর দুজন চালককেই জখম অবস্থায় উদ্ধার করে দারিগেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়l সেখানে চিকিৎসকরা মারুতি চালক দিলীপ বারুণীকে মৃত ঘোষণা করেনl চন্দ্রকোনা রোড থানার পুলিশ গাড়ি দুটি আটক করেছেl