আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ জুন: মারুতি ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর। ঘটনাটি ঘটে পটাশপুর থানার খড়াই মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়াই মোড়ের দিক থেকে প্রতাপ দিঘি যাওয়ার রাস্তায় চন্দনপুরের কাছে একটি মারুতি ওমনি গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়। পরে ওই মারুটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে রাস্তার পাশের জঙ্গলের মধ্যে চলে যায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে বাইক আরোহীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যায় ওই বাইক আরোহী। পুলিশ ওই মারুটি গাড়ির ভেতর থেকে কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে। মারুতি গাড়িটি আটক করেছে পুলিশ।