কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জানুয়ারি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের আহত তিনজন। মঙ্গলবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের ধানতোড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর।
স্থানীয় সুত্রে জানা যায়, কলকাতার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান রাস্তা পার হওয়া হওয়ার সময় এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খায়। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানে থাকা বেশ কিছু শ্রমিক আহত হয়, যাদের মধ্যে মহিলাও রয়েছে বলে জানা গিয়েছে। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও বাকি আহতদের চিকিৎসা চলছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
আহত ব্যাক্তিদের বাড়ি ডেবরা ব্লকের ৪ নং খানামোহনপুর অঞ্চলে। তবে মৃত ব্যক্তির নাম জানা যায়নি।এই ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেবরা থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডেবরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তার পরিচয় জানার চেষ্টা করছে।