আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ নভেম্বর: মোটর সাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই। বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার বেনা গ্রামের ঘটনা। হেলমেট বিহীন মোটর বাইক আরোহী অয়ন বিশ্বাস আর তার সহযোগী দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। সামনে থেকে আসা সাইকেল-আরোহী হাফিজুল ইসলামকে বাইক সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী হাফিজুলের। তার বাড়ি আঁধার মানি। আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী অয়ন বিশ্বাস ও তার সহযোগী বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি।
বুধবার গভীর রাতে পেশায় ব্যবসায়ী অয়ন বিশ্বাস ও তার সহযোগী বাড়ি ফিরছিল কলিঙ্গ গ্রামে। সেই সময় উল্টো দিক থেকে আসা সাইকেল-আরোহী হাফিজুল ইসলামের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয়। মোটরবাইক আরোহীর হেলমেট ছিল না এত পথ নিরাপত্তা সপ্তাহ সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার সত্বেও মানুষের সচেতনতা যে পুরোপুরি কানে পৌঁছায় না তা আরও একবার দেখা গেল। আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী ও তার সহযোগী বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান খুব দ্রুত গতিতে মোটর বাইক চালাচ্ছিলেন তারা। তার জন্যই এই দুর্ঘটনা।