আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ নভেম্বর: রাতে খাওয়ার সময় পাশের বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলা। আহত তাঁর দুই ছেলে ও স্বামী। তমলুক থানার শিমুলিয়া গ্রামের ঘটনা।
তমলুক থানার শিমুলিয় গ্রামে ভরত মন্ডল ও শত্রুঘ্ন মন্ডলের জন্য ইন্দিরা আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছিল। তার জন্য ওদের পুরনো মাটির দেওয়ালের দোতলা বাড়ির উপরের কাঠামো ও টালি খুলে ফেলা হয়েছিল। যার ফলে নড়বড়ে হয়ে যায় মাটির দেওয়াল। গতকাল রাতে সেই মাটির দেওয়াল গিয়ে পড়ে পাশে থাকা উত্তম মন্ডলের বেড়ার বাড়ির ওপরে। ভেঙ্গে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে উত্তম মন্ডলের পরিবার। বাড়ির মধ্যে তখন উত্তম মন্ডল সহ দুই ছেলেও স্ত্রী ছিলেন। রাতে তারা সবাই খেতে বসেছিলেন। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে চারজন। আহত চারজনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মায়া মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিন জনের চিকিৎসা চলছে।